দিল্লিতে ইসরায়েলের দূতাবাসের কাছে বিস্ফোরণ

ভারতের দিল্লিতে ইসরায়েলের দূতাবাসের কাছে বিস্ফোরণ ঘটেছে, তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

গতকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিস্ফোরণটি ঘটে বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

ইসরায়েলি দূতাবাসের কূটনীতিক ও কর্মীরা নিরাপদে আছেন বলে জানিয়েছেনন ইসরায়েলের উপরাষ্ট্রদূত ওহাদ কায়নার।

এক ভিডিও বার্তায় বলেন, ‘স্থানীয় সময় বিকেল পাঁচটার পর দূতাবাস প্রাঙ্গণের খুব কাছে একটি বিস্ফোরণ ঘটেছে। আমাদের কূটনীতিকেরা নিরাপদে আছেন। এই বিস্ফোরণের বিষয়ে স্থানীয় নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে দূতাবাস।’ 

বিস্ফোরণের পর দিল্লি পুলিশের একটি দল ইসরায়েলি দূতাবাস এলাকায় ছুটে যায়। সঙ্গে ছিল বোমা নিষ্ক্রিয়কারী দলও। এ সময় ওই এলাকায় তল্লাশি চালানো হয়। 

পুলিশ জানিয়েছে, এখন দূতাবাস এলাকা পুরোপুরি নিরাপদ। ওই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। দূতাবাস এলাকায় বিস্ফোরণের পেছনে কে বা কারা জড়িত, সিসিটিভি ফুটেজ দেখে তা খতিয়ে দেখা হচ্ছে।

Latest articles

Related articles