কল্যাণ দত্ত,এনবিটিভি,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের খণ্ডঘোষ হাড়িপাড়ায় নিজের স্ত্রী কন্যা সহ শালিকাকে ধারালো অস্ত্রের কোপ । অভিযুক্ত পরান বাউরির স্ত্রী সুমিত্রা বাউরী কন্যা সন্তানকে নিয়ে পারিবারিক অশান্তির জেরে পাশের পাড়ার বোনের বাড়িতে কিছুদিন আগে চলে আসে । বিকালে হঠাৎ অভিযুক্ত স্বামী পরান বাউরী এসে প্রথমে বাঁশ দিয়ে আঘাত করেন তারপর ধারালো অস্ত্রের কোপ মারেন নিজের স্ত্রী ও কন্যা সন্তানকে ।শালিকা বাধা দিতে এলে তাকেও ধারালো অস্ত্রের কোপ মারেন।
ঘটনাস্থলে পুলিশ আসেন। পুলিশ তিনজনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। পুলিশ অভিযুক্ত পরান বাউরিকে আটক করে গ্রেপ্তার করেন এবং বর্ধমান আদালতে তোলা হয়েছে।