প্রশাসনের তরফে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে কম্পিউটার

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200617-WA0010

নিজস্ব সংবাদদাতা, এনবিটিভি, ভাঙড়: প্রশাসনের পক্ষ থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে কম্পিউটার তুলে দেওয়া হল।জেলা প্রশাসনের উদ্যোগে ভাঙড় ১ ব্লকের ১৬৭৫ টি স্বনির্ভর গোষ্ঠীর হাতে ৯ টি কম্পিউটার তুলে দেওয়া হয়।শুক্রবার ভাঙড় ১ পঞ্চায়েত সমিতির সভা করে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৯ টি সংঘের হাতে কম্পিউটার তুলে দেওয়া হয়।ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও সৌগত পাত্র, পঞ্চায়েত সমিতির সভাপতি শাজাহান মোল্লা, সহকারি সভাপতি ঝর্ণা মন্ডল প্রমুখ।

ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে,ভাঙড় ১ ব্লকের ৯ টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৬৭৫ টি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। ওইসব স্বনির্ভর গোষ্ঠীকে পরিচালনা করার জন্য প্রতিটি পঞ্চায়েতে একটি করে সংঘ তৈরি করা হয়েছে।সংঘের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা হাতের কাজ ও বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর হচ্ছেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর