আতিয়া সুলতানা তাইয়্যিবা
এনবিটিভি নিউজ ডেস্ক
নেপালের পার্লামেন্টে ভারতের একাধিক এলাকাকে অন্তর্ভূক্ত করে নতুন মানচিত্র তৈরির সংশোধনী বিল পাশ হয়ে গেল।
সেখানে ৫৭ জন সদস্যই নতুন বিলের পক্ষে ভোট দিয়েছেন৷ গত ৮ ই মে ভারত-নেপালের মধ্যে সম্পর্কের অবনতি শুরু হয়। নেপালের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উত্তরাখণ্ডে ৮০ কিলোমিটার দীর্ঘ তাওয়াঘাট-লিপুলেখ সড়কের উদ্বোধন করেছিলেন সেদিন।
ওই রাস্তা তাদের ভূখণ্ডের মধ্যে দিয়ে গিয়েছে বলে দাবি করে নেপাল। তৎপরতা শুরু হয় তখন থেকেই। নেপাল তৈরিও করে ফেলে দেশের নতুন ম্যাপ৷ মানচিত্রে ভারতের লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা নিজেদের সীমান্তের মধ্যে ঢুকিয়ে দেয় ফলে, তিন এলাকাই নেপালের উত্তরাখণ্ডে মধ্যে পড়ে যায়।