কেরালায় স্টারবাকস স্টোরে ফিলিস্তিনের সমর্থনে বয়কট পোস্টার লাগানোয় ছয় ছাত্রকে গ্রেপ্তার করেছে কেরালা পুলিশ।
জানা যায় কোঝিকোড় সমুদ্র সৈকতের কাছে স্টারবাকস স্টোরে পোস্টাল লাগান কোঝিকোড় জেলার ফারুক কলেজের ছাত্ররা। তোদের বিরুদ্ধে দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগ দায়ের করেছে পুলিশ। আলামত হিসেবে তাদের যাতায়াতের বাহনটি জব্দ করে পুলিশ।
পরে তাদের আদালতে তোলা হলে জামিন মঞ্জুর করেন আদালত।
তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৪৪৮, ১৫৩ (দাঙ্গা করার উদ্দেশ্য নিয়ে উস্কানি দেওয়া), ৪২৭ ও ৩৪ এর অধীনে মামলা করা হয়েছে।।
অভিযুক্তর শিক্ষার্থীরা স্টারবাকস স্টোরের কাঁচের দরজায় “ফ্রি প্যালেস্টাইন” সম্বলিত পোস্টরা সেঁটে দেয় বলে জানিয়েছে পুলিশ।
স্টারবাকস স্টোর ম্যানেজার দিলীপ এন মামলার বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।