নিজস্ব সংবাদদাতা, এনবিটিভি:করোনা সংক্রমণে লাগাতার বৃদ্ধির প্রেক্ষিতে রাজ্য প্রশাসন সব কনটেনমেন্ট এলাকায় ফের কঠোর ভাবে লকডাউন জারি করার সিদ্ধান্ত নিয়েছে।স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সব জেলার জেলাশাসকদের উদ্দ্যেশ্যে একটি নির্দেশিকা জারি করেছেন। ৯ জুলাই বিকেল পাঁচটা থেকে নির্দেশিকা কার্যকর হবে।তাতে স্পষ্ট বলা হয়েছে, কন্টেনমেন্ট জোনে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি নয় এমন সব পরিষেবা বন্ধ রাখা হবে। তাছাড়া যে কোনও ধরনের জমায়েতে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শিল্প সংস্থা, ব্যবসায়ী প্রতিষ্ঠান, বাজারও বন্ধ রাখা হবে । কন্টেনমেন্ট জোনে যে কোনও ধরনের গণ পরিবহণেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, কন্টেনমেন্ট জোনের বাসিন্দারা সরকারি বা বেসরকারি অফিসে হাজিরার ক্ষেত্রে ছাড় পাবেন। তাঁদের যা দরকার স্থানীয় প্রশাসনকে বলবেন তারা তা বাড়িতে পৌঁছে দেবে। কলকাতার ক্ষেত্রে কোন কোন এলাকা কন্টেইনমেন্ট জোন হবে তা আলোচনা করে ঠিক করবে কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশ। জেলার ক্ষেত্রে জেলাশাসক ও পুলিশ সুপার বা পুলিশ কমিশনার আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন।পরিবর্তিত গাইডলাইনের সংজ্ঞা অনুসারে কনটেনমেন্ট জোন ও বাফার জোন চিহ্নিত করে সেখানে কঠোর ভাবে লকডাউন কার্যকর করতে বলা হয়েছে।