শপথ নিয়ে ছিলেন মাত্র কয়েকঘণ্টা হয়েছিল। ওভেল অফিসে প্রেসিডেন্টের আসনে বসতেই এক এক ট্রাম্পের মোট ১৭টি নীতি স্থগিত করতে নির্বাহী আদেশ সই করলেন বাইডেন। ট্রাম্পের বেশ কয়েকটি নীতি যে বাইডেন বাতিল করবেন তার আভাস পাওয়া গিয়ে ছিল আগে। শুরু অপেক্ষা ছিল ৪৬ তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার। আর তা নিতেই বড় বড় পদক্ষেপ নিয়ে ফেললেন বাইডেন।
সবচেয়ে আগেই মুসলিম দেশগুলির ওপর থেকে নিষেধাজ্ঞা ওঠাতে নির্বাহি আদেশে সই করলেন। এরপর প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে যাওয়ার দিকেও এগিয়ে গেলেন। বাইডেনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়ের ম্যাক্রোঁ। তিনি বলেছেন, আমেরিকা চুক্তিতে ফিরে আসার জন্য স্বাগত। এখনও জলবায়ুর সুরক্ষা নিয়ে আমেরিকার অনেক কাজ করার বাকি আছে। উল্লেখ্য প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনকালে প্রথম এই চুক্তি হয়। সেই সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। এরপর প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প সেই চুক্তি বাতিল করে দেন।
সবচেয়ে আগেই মুসলিম দেশগুলির ওপর থেকে নিষেধাজ্ঞা ওঠাতে নির্বাহি আদেশে সই করলেন। এরপর প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে যাওয়ার দিকেও এগিয়ে গেলেন। বাইডেনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়ের ম্যাক্রোঁ। তিনি বলেছেন, আমেরিকা চুক্তিতে ফিরে আসার জন্য স্বাগত। এখনও জলবায়ুর সুরক্ষা নিয়ে আমেরিকার অনেক কাজ করার বাকি আছে। উল্লেখ্য প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনকালে প্রথম এই চুক্তি হয়। সেই সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। এরপর প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প সেই চুক্তি বাতিল করে দেন।
এছাড়াও করোনা ভাইরাস মোকাবিলা নিয়ে ট্রাম্প প্রশাসন হামেশাই শীতল মনোভাব দেখিয়ে এসছে। মাক্স পড়ার নিয়ম নীতি নিয়ে কোনও বাধ্যতামূলক পদক্ষেপ দেখা যায়নি ট্রাম্প প্রশাসনের মধ্যে। এদিকে আমেরিকায় করোনায় মৃত্যুর হার ও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাই সেই মতো করোনাভাইরাস মোকাবিলা নিয়ে মাক্স আবশ্যিক বলে নির্দেশ জারি করেছেন বাইডেন।