মুহাম্মদ আঃ রহমান
পিরোজপুর জেলা প্রতিনিধি
পিরোজপুর-১ এর সাংসদ, মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ.ম রেজাউল করিম এর আম্মা গতরাত ১১.৫৩ মিনিটে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ.………….………….।মৃত্যুর বিষয়টি করেনন শ.ম রেজাউল করিম নিজে ই। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেইজে স্ট্যাটাস দেন।পাঠকদের পড়ার সুবিধার্থে স্ট্যাটাস টি হুবহু তুলে ধরা হলোঃ
এ ভাবে আর কোনদিন মাথায় হাত বুলিয়ে দোয়া করবেনা আমার মা মিসেস মাজেদা বেগম।আর কোনদিন মা বলে ডাকতে পারবোনা পৃথিবীর বুকে। আমাদের ৭ ভাই বোনদের উচ্চশিক্ষা ও মৌলিক ইসলামী শিক্ষায় শিক্ষিত করেছিলেন তিনি। ২১ সেপ্টেম্বর দিবাগত রাত ১১.৫৩ টায় ইন্তেকাল করেছেন। আমার মাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করুন।(ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)
এদিকে তার মায়ের মৃত্যুতে পিরোজপুর জেলার সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেন এবং যাতে তার পরিবার শোক সহ্য করতে পারে এজন্য সবাই দোয়া ও সহানুভূতি প্রকাশ করেন।
উল্লেখ্য মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রীর আম্মা গত ২০ তারিখ স্ট্রোক করে খুলনা ময়লাপোতা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত ছিলেন