মেয়েকে জোর করে ধর্মান্তরিত করার অভিযোগ বাবার, খারিজ কেরালার আদালতে

মেয়েকে জোর করে ধর্মান্তরিত করার অভিযোগ তুলে বাবার দায়ের করা হেবিয়াস কর্পাস পিটিশন গ্রহণযোগ্য নয় বলে রায় দিয়েছেন কেরালা হাইকোর্ট।

শুক্রবার (১৫ ডিসেম্বর) ডঃ হাদিয়ার পিতা কেরালা হাইকোর্টে অভিযোগ করে জানান, গত এক মাস ধরে তার মেয়ের সঙ্গে যোগাযোগ করতে পারছেন। তার মেয়ে নিঁখোজ উল্লেখ করে অভিযোগ করেন তিনি।

বিচারপতি অনু শিবরামন এবং বিচারপতি সি. প্রতীপ কুমারের ডিভিশন বেঞ্চ জানায়  হাদিয়া কোনও অবৈধ আটকের মধ্যে নেই। তার স্বাধীনভাবে জীবনযাপনের অধিকার রয়েছে।

হাদিয়া আদালতে জানান, তিনি পূর্বের বিয়ে বিচ্ছেধ করে আবার নতুন করে বিয়ে করেছেন।  তিনি ত্রিবন্দ্রমে বসবাস করছেন। তার বক্তব্যের সমর্থনে বাবা মার সাথে কথা বলার কল রেকর্ডও জমা দেন।

উল্লেখ্য, ডাঃ অখিলা ২০১৭ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে হাদিয়া নাম গ্রহণ করেন শাফিন জাহানকে বিয়ে করেন। হাইকোর্ট প্রাথমিকভাবে হাদিয়া এবং শাফিন জাহানের বিয়ে বাতিল করে দেয়।

পরে ২০১৮ সালে, সুপ্রিম কোর্ট কেরালা হাইকোর্টের সেই রায়কে বাতিল করে জানায় “একজন মহিলার তার জীবনসঙ্গী নির্বাচন করার অধিকার রয়েছে”।

Latest articles

Related articles