রাঙ্গামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে-৮২
রাঙ্গামাটি সদর উপজেলা প্রতিনিধি-
হু হু করে বেড়ছে প্রানঘাতী করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা। আর ও নতুন করে তিন উপজেলায় এবং সদরে মিলে মোট চারজন এর দেহে করোনা শনাক্ত হয়েছে । এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়ালো। সোমবার (৯জুন) সকাল সাড়ে দশটা নাগাত নতুন করে চার জন শনাক্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন রাঙ্গামাটির সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিভাগের পোকাল পার্সন ডাঃ মোস্তফা কমাল।
তিনি জানান, চট্টগ্রাম ভেটেনারি এন্ড এ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) ৭৮ টি রিপোর্ট এর মধ্যে ৪ টি পজিটিভ, ৭৪ টি নেগেটিভ। তাদের মধ্যে কাপ্তাই উপজেলার একজন চিকিৎসক, কাউখালি, বাঘাইছড়ি এবং সদরের একজন রয়েছে।
উল্লেখ্য,রাঙ্গামাটিতে সর্বমোট আক্রান্ত হয়েছে ৮২ জন। সুস্থ হয়েছে ৪৫ জন। আইসোলেশন এ আছেন ১০ জন।
মৃত্য হয়েছে ২ জনের