রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের এমপিটি সিম কার্ড জব্দ:

খোরশেদ মাহমুদ, প্রতিনিধি, এনবিটিভি।

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বাংলাদেশি মোবাইল অপারেটর কোম্পানিগুলো থ্রি-জি ও ফোর-জি সেবা বন্ধ থাকলেও রোহিঙ্গারা বসে নেই। ক্যাম্পের অভ্যন্তরে রোহিঙ্গা ক্যাম্পের বড় একটি অংশে মিয়ানমারের এমপিটি নেটওয়ার্ক দিয়ে থ্রি-জি ও ফোর-জি সেবা নিচ্ছে। এতে করে বাড়ছে মাদক চোরাচালান ও অপরাধ এবং নানাবিধ অবৈধ কার্যক্রম চালাচ্ছে রোহিঙ্গারা।

রোববার (১৪ জুন) বিকালে অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নিহাদ আদনান তাইয়ানের নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে ৪০টি মিয়ানমারের এমপিটি সিম কার্ড জব্দ করেছে। এরআগেও বিভিন্ন সময় এমটিপি সিম কার্ড উদ্ধার করেছিল পুলিশ বাহিনী। চোরাচালানের মাধ্যমে মিয়ানমার থেকে এমপিটি (মিয়ানমার পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন) সিম কার্ডগুলো আনা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

Latest articles

Related articles