কল্যাণ দত্ত,এনবিটিভি, গুসকরা: গুসকরা বিষাণ অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন গুসকরা মিলন বিতান লজে। অনুষ্ঠানের প্রথমেই মাতৃভূমির রক্ষায় ভারতমাতার বীর শহীদ যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহিদ বেদীতে মাল্যদান করা হয়। শিক্ষক মহেন্দ্র প্রসাদ ঘোষ সর্বপ্রথমে মাল্যদান করেন শহীদ বেদিতে এবং পরে একে একে ক্লাবের সমস্ত সদস্যই শহিদ বেদীদে মাল্যদান করেন। তারপরেই শুরু হয় রক্তদান শিবির অনুষ্ঠান ।
ক্লাবের পক্ষ থেকে সকলকে একটি করে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। বেশীরভাগ মহিলা ছাত্রছাত্রী ,গৃহবধূ, এই শিবিরে তাঁদের অমূল্য রক্ত দান করেন। তাছাড়া এলাকার সাধারণ মানুষসহ মোট ৮০ জন রক্ত দান করেন । সিউড়ী সদর হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক শাখা রক্ত সংগ্রহ করেছে। উপস্থিত ছিলেন উক্ত ক্লাবের সভাপতি শান্তনু গুপ্ত, গুসকরা কলেজের এন,সি,সি,আধিকারীক ক্যাপ্টেন শিশির কুমার ঘোষ,গুসকরার প্রাক্তন কংগ্রেস কর্মী সমীর মুখার্জি, পশ্চিমবঙ্গ ফেডারেশন অফ ব্লাড ডোনার্স অর্গানাইজেশনের ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রাজেশ পালিত ও এলাকার বিভিন্ন চিকিৎসকগন। এই রক্তদান শিবিরকে এক অন্যতম মহান উদ্যোগ বলে সাধুবাদ জানান এলাকার মানুষ।