২০ শতাংশ মুসল্লি নিয়ে হজের পরিকল্পনা করছে সৌদি সরকার।
রিপোর্টারঃ শাওন শান-গাইবান্ধা
এনবিটিভি ডেস্কঃ করোনা মহামারির কারণে পৃথিবীর প্রায় দেশ আজ লকডাউনে।তাই এবারের হজ্জ নিয়ে একটু শঙ্কা ছিলো।করোনা মহামারির কথা চিন্তা করে সৌদি সরকার এবারের হজ্জ ভিন্নভাবে পালন করার পরিকল্পনা করছে।
বাতিল নয় ২০ শতাংশ মুসল্লি নিয়ে এবারের হজ্জ পালন করতে যাচ্ছে সৌদি সরকার।