ইরাকের ৮০ স্থানে বোমা হামলা চালিয়েছে তুরস্ক:

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

Screenshot_2020-06-15-21-03-08-105_com.facebook.katana

হাফসা জান্নাত, স্টাফ রিপোর্টার, এনবিটিভি।

২০১৫ থেকে শুরু করে ধারাবাহিকভাবে চলে আসা ইরাকের পিকেকে আস্তানায় হামলা চালিয়ে যাচ্ছে। তুরস্ক। এবার ৮০ টিরও বেশি বোমা হামলা করে কুর্দি লক্ষ্যবস্তুুতে আঘাত হানে তুরস্ক জঙ্গি বিমান।

আজ সোমবার (১৫ জুন) ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হামলার কথা গণমাধ্যম জানিয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, অপারেশন ক্ল-ঈগল নামে ইরাকের কয়েকটি স্থানে এসব হামলা চালানো হয়।

তুরস্কের জঙ্গি বিমানগুলো তুরস্কের দিয়ারবাকির ও মালাত্যা শহরের কয়েকটি ঘাঁটি থেকে উত্তর ইরাকের পিকেকে অবস্থানে হামলা চালায়।

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ইরান সীমান্তের কাছে কান্দিল নামক এক এলাকায়ও তুর্কি বিমানগুলো অনবরত বোমাবর্ষণ করে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এক টুইটার লেখা প্রকাশ হয়েছে, অপারেশন ‘ক্ল-ঈগল’ শুরু হ এবং আমাদের বিমান সন্ত্রাসীদের গুহাগুলো ধ্বংস করে দিয়েছে ইরাক।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর