এনবিটিভি ডেস্ক: রেকর্ড সংক্রমণ দেশে। গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা ১২,৮৮১ জন। মারা গিয়েছেন ৩৩৪ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৬৬,৯৪৬, মৃতের সংখ্যা ১২,২৩৭ জন। অন্যদিকে, দিল্লিতে এপর্যন্ত সবথেকে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে বুধবার। নতুন করে ২,৪১৪ জন আক্রান্ত, একদিনে মৃত ৬৭ জন। এনিয়ে রাজধানীতে মোট সংক্রমিত দাঁড়াল ৪৭,১০২ জন। মৃতের সংখ্যা হয়েছে ১,৯০৪ জন।
অন্যদিকে, দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি একটি হাসপাতালে ভর্তি। আপাতত তাঁর কাজ সামলাবেন উপ মুখ্যমন্ত্রী মনীশ শিসোদিয়া। তারইমধ্যে দিল্লিতে বিনা অনুমতিতে বেশকিছর স্বাস্থ্যকর্মী কাজে আসছেন না। বৃহসপ্তিবারের মধ্যে তারা না এলে তাদের মাইনে কাটা সহ নানারকম শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গে বুধবার মৃত্যু হয়েছে ১১ জনের। মোট মৃত ৫০৬ জন। মোট আক্রান্ত ১২ হাজার ছাড়িয়েছে।