কাটছে না অস্বস্তির রেশ। বিজেপি সরকারের একটার পর একটা বিল, ঘুম ওড়াচ্ছে সংখ্যালঘু ভাই-বোনদের। সূত্রের খবর, আসন্ন বাজেটে বিজেপি সরকার সব মিলে মোট ১৬টি বিল পেশ করতে চলেছে। এই ১৬ টি বিলের মধ্যে ওয়াকফ বিল সহ অভিবাসন ও নাগরিক দিল রয়েছে। বিরোধী দলগুলি মনে করছে ওয়াকফের মত এই বিলগুলিও, দেশে মেরুকরণের উদ্দেশ্যে প্রয়োগ করবে বিজেপি সরকার। এসবের মাঝেই কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল ইতিমধ্যে লোকসভার স্পিকার ওম বিল্ডার হাতে তুলে দিলেন ওয়াকফ বিল নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট (জেপিসি রিপোর্ট)।
জানা যাচ্ছে, ওয়াকফ বিল নিয়ে জেপিসি এর মোট বৈঠক সংখ্যা ৩৮ টি। যদিও বাজেট অধিবেশনে ওয়াকফ বিলের তীব্র সমালোচনা করেছে সকল বিরোধী রাজনৈতিক দলগুলি। বিরোধী দলগুলি অভিযোগ করতে শুরু করেছে, বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা না করেই ওয়াকফ বিলকে পাস করিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে। বিরোধীরা মনে করছেন, গণতন্ত্রের নামে প্রহসন চলছে।
ইতিমধ্যে, অভিবাসন ও বিদেশি নাগরিক বিল নিয়েও আশঙ্কার ঘনঘটা সৃষ্টি হয়েছে। ওয়াকফ বিলের মত এই দুটি বিল কে নিয়োগ বিতর্ক সৃষ্টি হতে পারে। এই দুটি বিলকে এখনো পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিয়ে আসা হয়নি। তবে আশঙ্কা করা হচ্ছে ওয়াকফের মতই সংখ্যালঘু সম্প্রদায়ের অস্বস্তির কারণ হতে পারে দুটি বিল। দুটি বিল সম্পর্কে বিস্তারিত না জানা গেলেও, আমাদের সূত্র মারফত খবর, প্রধানত ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশ থেকে যেসব সংখ্যালঘু বাসিন্দারা অবৈধভাবে এপার বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রবেশ করছে, তাদের রুখতে বা ধরপাকর করতে আনা হচ্ছে অভিবাসন ও বিদেশি বিল।
এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠে, বিজেপির হিন্দু রাষ্ট্রের স্বপ্নকে কি বাস্তবায়িত করবে এই বিলগুলি?
