করোনায় আক্রান্ত এবং মৃত্যুর হারে ২য় হলো ব্রাজিল

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_285605499458003

 

এনবিটিভি নিউজ ডেস্ক:

বর্তমানে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে ব্রাজিলে। সেখানে মৃত্যুর হার যুক্তরাজ্যকেও ছাড়িয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে ৮৪৩ জন মারা গিয়েছে। ফলে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৯০১ জন। বর্তমানে করোনায় মৃত্যুর হিসাবে বর্তমানে বিশ্বে দ্বিতীয়তে অবস্থান রয়েছে ব্রাজিলের। পরিসংখ্যান অনুযায়ী তাদের চেয়ে একমাত্র যুক্তরাষ্ট্রেই বেশি মানুষ মারা গিয়েছে বলে জানা যাচ্ছে।

যুক্তরাজ্যে সরকারি হিসাব অনুযায়ী করোনায় মৃত্যুর সংখ্যা ৪১ হাজার ৪৮১ জন। কিন্তু সন্দেহজনক মৃত্যুগুলোকে যোগ করলে এই সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যাবে।
যদিও, লাতিন আমেরিকার দেশটিতেও করোনায় মৃত্যুর প্রকৃত সংখ্যা অনেক কম দেখানো হচ্ছে বলে মতামত বিশ্লেষকদের।

অনেক দেশের তুলনায় ব্রাজিলে অনেক পরে করোনা সংক্রমণ শুরু হয়েছিল। ২৬ ফেব্রুয়ারি প্রথম ব্রাজিলে করোনা শনাক্ত হয়। কিন্তু এরপর থেকেই দিনদিন বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে দেশটিতে ৮ লাখ ২৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

এত দ্রুত ব্রাজিলে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর খামখেয়ালিপনা ও অসচেতনতাকেই দায়ী করেছেন অনেকে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর