করোনা থেকে মুক্ত হলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।।

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20200614_020733_293

এস এম ফাহাদ হোসাইন,

নিজস্ব প্রতিবেদক।।  

দীর্ঘ ১৯দিন ধরে লড়াই করে করোনা থেকে অবশেষে মুক্তি পেলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তবে, শারীরিক নানা সমস্যার কারণে তিনি এখনও খুব একটা কথা বলতে পারছেন না। এব্যাপারে বিস্তারিত জানিয়েছেন গণস্বাস্থ্য মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল মুহিব উল্লাহ খোন্দকার।

শনিবার রাতে তিনি জানান, গণস্বাস্থ্য কেন্দ্র থেকে উদ্ভাবিত কিটের মাধ্যমে পরীক্ষা করে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
এবং অ্যান্টিবডি পরীক্ষার মাধ্যমে তার শরীরে করোনা প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে বলেও জানান তিনি।

এছাড়াও ডা.জাফরুল্লাহ নিউমোনিয়াজনিত সমস্যাও রয়েছে। তিনি এখন নন-কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত। এখন সেটার ট্রিটমেন্ট চলছে। তবে তিনি কোনো কৃত্রিম অক্সিজেন ছাড়াই শরীরের অক্সিজেন স্যাচুরেশন ৯৫ শতাংশ ধরে রাখতে পেরেছেন। নিজে নিজে বাথরুমে গিয়েছেন

তবে,কিডনির সমস্যা এবং গত কিছুদিন যে ধকল গেছে তাতে আরও কিছুদিন তাকে হাসপাতালে থাকতে হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর