করোনা পরিস্থিতিতে শূন্য ব্লাড ব্যাঙ্কের ভাঁড়ার, রক্তদান করতে এগিয়ে এল স্বেচ্ছাসেবী সংগঠন “প্রত্যাশা”

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200616-WA0013

এনবি টিভি, বীরভূম : করোনা সংক্রমণ ইতিমধ্যেই এত ছড়িয়ে পড়েছে যে তার প্রভাব পড়েছে চিকিৎসা ক্ষেত্রেও। দেশ জুড়ে চলা লক ডাউনের পাশাপাশি সব রাজ্যে চলছে লক ডাউন।আর করোনার এই খারাপ পরিস্থিতির মধ্যে রাজ্যের হাসপাতালগুলিতে দেখা দিয়েছে রক্তের সংকট। আর এবার রক্তের সংকট দূর করতে এগিয়ে এল স্বেচ্ছাসেবী সংস্হা “প্রত্যাশা”। বীরভূমের ইলামবাজারের ওই সংগঠনটি বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে আজ একটি রক্তদান শিবিরের আয়োজন করে। প্রায় ১০০ জন রক্তদাতা উপস্থিত থাকলেও ৫২ জনের বেশি রক্ত নেওয়া সম্ভব হয়নি বলে জানান সংগঠনটির সভাপতি আব্দুল খালেক মল্লিক মহাশয়।ওই শিবিরে উপস্হিত ছিলেন রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা,ফেডারেশন অব নার্স অর্গানাইজেশনের পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক কবি ঘোষ। এছাড়াও এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বীরভূম ভলাণ্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক নুরুল হক,স্হানীয় বিডিও জসিমুদ্দিন মহাশয় প্রমুখ।

প্রত্যাশার সভাপতি আব্দুল খালেক মল্লিক মহাশয়
তিনিও জানান, “উল্লেখযোগ্যভাবে মহিলা রক্তদাতার সংখ্যা ছিল চোখে পড়ার মতো।যেটা খুবই ইতিবাচক একটা দিক।প্রায় ২৫ জন মহিলা এখানে রক্তদান করেন।উল্লেখ্য যে লকডাউন চলাকালীন ওই সংগঠনটি প্রায় ৭০০ অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছিল।আজ সেই পরিবারের অনেকেই রক্তদান করেন। “

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর