কিশোরগঞ্জে হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

SAVE_20201006_090713

 

মোঃশামীম মিয়া

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জে চাঞ্চল্যকর সাবেক সরকারি কর্মচারি আ: রহমান আমিন হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড এবং অপর ৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে আর্থিক জরিমানা করা হয়।

কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবদুর রহিম আজ সোমবার সকালে আসামিদের উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদনণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন, কাশেম, নজরুল, লিটন ও সাত্তার। যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামিরা হচ্ছেন, খোকন, সিরাজ উদ্দিন ওরফে সিরাজ, কান্তু মিয়া ও সাহেদ।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, কিশোরগঞ্জ জেলা গণপূর্ত বিভাগের সাবেক তদারক সহকারি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কালোপানি বজরা গ্রামের আ: রহমান আমিন চাকরি থেকে অবসর নেয়ার পর কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের শিংগুয়া গ্রামে শ্বশুরবাড়ি এলাকায় স্থায়ীভাবে বসবাস করতেন।

শিংগুয়া গ্রামের মৃত আ: কাদিরের ছেলে কাশেম, সিরাজ ও নজরুলের সঙ্গে আ: রহমান আমিনের পূর্ব বিরোধ ছিল।

২০০৬ সালের ২৩ এপ্রিল ভোর রাতে আসামিরা আ: রহমান আমিনের বসতঘরে হামলা করে।

তারা আমিনকে ছুরিকাঘাতে ও কুপিয়ে হত্যা করে। হামলার আহত হন তার স্ত্রী মোছা: নূরুন্নাহার। এ সময় ঘরের টাকা,স্বর্ণালংকারসহ অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায় হামলাকারীরা।

এ ঘটনায় ওই দিন নিহতের স্ত্রী নূরুন্নাহার ওরফে রাবেয়া বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের
করেন।
পরে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। ২০০৮ সালের ২৮ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারি

পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম ৮ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০০৯ সালের ২২ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরুহয়। আদালতে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে এ রায় ঘোষনা করা হয়।

রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। অপর দিকে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করা হবে বলে জানান, আসামী পক্ষ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর