গাইবান্ধার সাঘাটায় ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন।

: সাগর ইসলাম

স্টাফ রিপোর্টার, গাইবান্ধা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বৎসর মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে বিশ্বররত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত দেশব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসাবে কেন্দ্রীয় ছাত্রলীগের নিদের্শনা মোতাবেক মহান জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার আলহাজ্ব আলহাজ্ব এ্যাড. মোঃ ফজলে রাব্বী মিয়া এমপির পক্ষ থেকে সাঘাটার কামালের পাড়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচিতে পালিত হয়েছে।

সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের সার্বিক সহযোগীতায় বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সহ সম্পাদক মারুফ মোরশেদ পাভেল । এসময় আরো উপস্থিত ছিলেন কামালের পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাতি মাহাবুর রহমান ( বাবলু) ,গাইবান্ধা জেলা ছাত্রলীগের অন্যতম নেতা জুয়েল মোল্লা,বোনার পাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সামিউল ইসলাম (নাবিল),২নং উড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান,সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আহম্মেদ ,উড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড সভাপতি রিমন হাসান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসাইন ,সাঘাটা উপজেলার অন্যতম নেতা এস এম সাঈদ, ঘুরিদহ ইউনিয়নের অন্যতম নেতা মোঃ রাকিব জুমাবাড়ী ইউনিয়নের নেতা রতন সহ অন্যান্যরা এতে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করেন ছানারুল ইসলাম (সুজন)।

উল্লেখ্য, সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলা জুড়ে ব্যাপক ভাবে বৃক্ষ রোপন কার্যক্রম পৃথক পৃথক ভাবে চালিয়ে যাচ্ছেন জেলা ও উপজেলা প্রশাসন,পৌরসভা ও ইউনিয়ন পরিষদ এছাড়াও জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Latest articles

Related articles