তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত তিনতলা বাড়ি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200613-WA0001

এনবিটিভি ডেস্ক: সাত সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা পাকা বাড়ি। শনিবার সকালে এই ঘটনায় এলাকায় দেখা দিয়েছে তীব্র আতঙ্ক। এদিন সাতসকালেই পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের খেপুত নিশ্চিন্তপুর এলাকায় ভেঙে পড়ে বাড়িটি। ওই বাড়ি লাগোয়া খাল সংস্কারের ফলে এই কাণ্ড ঘটেছে বলেই অভিযোগ স্থানীয়দের। বাড়িটি ভেঙে পড়ায় যদিও কেউ হতাহত হয়নি। কারণ বাড়িটির মালিক নিমাই সামন্ত এটিকে গুদাম ঘর হিসেবেই ব্যবহার করতেন। আচমকা এত বাড়ি ভেঙে পড়ায় এলাকায় ছড়িয়ে তীব্র আকঙ্ক। পাশাপাশি তিনতলা বাড়ি তাসের ঘরের মত ভেঙে পড়ার কয়েকটি ভিডিও সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে।

এলাকা সূত্রে জানা গিয়েছে, বর্ষার শুরুতেই দাসপুর ২ ব্লকের খেপুত নিশ্চিন্তপুর এলাকায় গোমরাই খাল সংস্কারের কাজ শুরু হয়েছিল। এর ওপর রাতভোর বৃষ্টি হওয়ায় ওই বাড়িটির নীচের দিকের মাটি আলগা হয়ে যায়। ফলে ভোর থেকেই বাড়িটি ধীরে ধীরে হেলে পড়ছিল। এরপর আচমকাই পুরো তিনতলা বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে বহু মানুষ ভিড়ও জমান ওই এলাকায়। নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুভাষ মণ্ডলের দাবি, পঞ্চায়েতের অনুমতি ছাড়াই নিমাই সামন্ত গোমড়াই খাল দখল করে বাড়িটি তৈরি করেছিলেন। যদিও বাড়িটি ভেঙে পড়ার পর থেকেই বেপাত্তা নিমাই সামন্ত।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর