নতুন করে করোনা ভাইরাস ছড়িয়েছে ইতালিতে,স্থানীয়রা ক্ষেপেছে বাংলাদেশীদের প্রতিঃ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_1448384898701495

 

আতিয়া সুলতানা তাইয়্যিবা
এনবিটিভি নিউজ ডেস্কঃ

মহামারী করোনা ইস্যু নিয়ে ইতালির স্থানীয়রা ক্ষেপেছেন বাংলাদেশীদের উপর। বাংলাদেশী একজনকে পানিতে নিক্ষেপ এবং আরেক জনকে গাড়ী চাপা দেওয়া হয়েছে।

নতুন করে করোনা ভাইরাস ছড়িয়েছে ইতালিতে। এ অভিযোগে বাংলাদেশিদের উপর ক্ষোভ বাড়ছে ইতালির বিভিন্ন শহরে। ইতালির বিভিন্ন শহরে বাঙালিদের নিগৃহ করা হচ্ছে । ইতালির বাণিজ্যিক রাজধানী মিলান শহরে গত শনিবার ইতালিতে করোনা ইস্যু নিয়ে স্থানীয়রা বাংলাদেশীদের উপর ক্ষেপেছেন। এক বাংলাদেশীকে পানিতে নিক্ষেপ এবং আরেক জনকে গাড়ী চাপা দিয়েছেন।

শনিবার গভীর ৫০ এর অধিক বছর বয়সী এক বাঙালি রাতে মিলানের দা’ননুসিও রোডের পাশে দারসেনা কৃত্তিম জলাশয় এরিয়াতে বার-রেস্টুরেন্ট জোনে ফুল বিক্রি করতে যান। যখন তিনি গভীর রাতে গুড রেস্টুরেন্টের সামনে পৌঁছালেন হঠাৎ করে ২৫-২৬ বছর বয়সী দুই যুবক তার পথ আগলে দাঁড়ায় এবং গালমন্দ করে টেনেহিঁচড়ে জোরপূর্বক পানিতে ফেলে দেয়।

ঘটনা বুঝতে পেরে আশপাশের লোকজনসহ পুলিশ,ফায়ার সার্ভিস এবং হাসপাতালের অ্যাম্বুল্যান্স দ্রুত তাকে উদ্ধার করে। পানিতে ফেলে দেয়ার আগে আক্রমণকারী দুই যুবকের শারীরিক আঘাত থেকে সৌভ্যগ্যবশত বেঁচে যান মধ্যবয়সী এই বাংলাদেশি, যেতে হয়নি হাসপাতালে। এ ব্যাপারে ইতালি পুলিশ জানিয়েছে তদন্ত অব্যাহত আছে।

আরেকটি ঘটনায় ইতালির বাণিজ্যিক নগরী মিলানে গতকাল রাতে এক বাংলাদেশি সোহেল গাজী গুরুতর আহত হয়েছেন সড়ক দুর্ঘটনায়। একটি গাড়ী তাকে চাঁপা দিয়ে দ্রুত পালিয়ে যায়, পরে তাকে হাসপাতালে নেয়া হয়। তার বাড়ি বাংলাদেশের মুকসেদপুরে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর