নান্দাইলে খোলামেলা ভাবে অবদ্ধ কারেন্ট জাল বিক্রি করা হচ্ছে।

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

inbound6247475458498081613

স্টাফ রিপোর্টার কামরুজ্জামান রুবেল
ময়মনসিংহের নান্দাইল উপজেলা ১৩ টি ইউনিয়ন ও একটি পৌরসভা বিভিন্ন হাট-বাজারে সরকার নিষিদ্ধ কারেন্ট জাল দেধারচে বিক্রি করা হচ্ছে।
জানা যায় উপজেলার সর্ববৃহৎ নান্দাইল চৌরাস্তা কয়েকটি দোকান, নান্দাইল রোড বাজার, মুসল্লী বাজার, কালিগঞ্জ বাজার, মেরেঙ্গা বারোপাড়া নতুন বাজার, বাকচান্দা বাজার, নান্দাইল সদর বাজার, পাচঁরুখী বাজার, রায়পাশা কালির বাজার, সূরাটি বাজার, বনগ্রাম চৌরাস্তা বাজার, দেওয়ানগঞ্জ বাজার,হাটসিরা বাজার, মধুপুর বাজার,কানারামপুর বাজার,কালিয়াপাড়া বাজার, কালেঙ্গা বাজার সহ সকল হাটবাজারে প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় সরকার নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি হচ্ছে ।

ফলে পোনা মাছ নিধন হচ্ছে পাশাপাশি মাছ সম্পদ বিনষ্ট হওয়ার পথে তাই জন স্বার্থে নান্দাইলের কারেন্ট জাল বিক্রি বন্ধ করার জন্য স্থানীয় প্রশাসন সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর