পাল্টা আক্রমনে ইসরাইলরা ঘর তৈরি করছে ফিলিস্তিনীদের কবরের উপর:

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_251212512849781

আতিয়া সুলতানা তাইয়্যিবা
এনবিটিভি নিউজ ডেস্ক:

ইসরাইলরা ফিলিস্তিনীদের বন্দর নগরী জাফার প্রাচীন একটি কবরস্থান ভেঙে দিয়ে গত সোমবার সেখানে বসতি স্থাপন করেছে। সেদিন সকাল থেকে কবরস্থানটি দখলদার ইসরাইল বুলডোজার দিয়ে ভাঙতে থাকে। এভাবে প্রায় শতাধিক কবর মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়।
জাফা এখন চলছে তেলআবিব নগরীর অধীনে। নগরটিতে জুমার নামাজের নিষেধাজ্ঞা এবং কবরস্থানটি ভেঙে ফেলার নোটিস জারির পর থেকে গত এক সপ্তাহ ধরে ওই বন্দর নগরী ফিলিস্তিনিদের বিক্ষোভে উত্তাল হয়ে আছে।
এ ঘটনার নিন্দা জানিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন জেরুজালেমের আল-আকসা মসজিদের ইমাম শেখ ইকরিমা সাবরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া পোস্টের মাধ্যমে আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন
ইসরাইলি পার্লামেন্ট নেসেটের আরব সদস্য সামি আবু শেহাডেহ।
আল-আসাফ নামে ওই মুসলিম কবরস্থানটি অটোমান সাম্রাজ্যের আমলে গড়ে উঠে।
আরব-ইসরাইল যুদ্ধের পর থেকে ১৯৪৮ সাল থেকে জাফার কর্তৃত্ব ইসরাইলের হাতে চলে যায়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর