প্রবাসীরা ইতালির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন ১২ই জুন..   

প্রবাসীরা ইতালির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন ১২ই জুন..

আতিয়া সুলতানা তাইয়্যিবা
এনবিটিভি নিউজ ডেস্ক:

উন্নতি হয়েছে ইতালির করোনা পরিস্থিতি।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে মাত্র ২৮৩ জন। করোনালগ্নে ইউরোপ হতে বাংলাদেশে এসে আটকে পরেছেন প্রায় ৩৬ হাজার বাংলাদেশী। আগামী ১২ ই জুন বিশেষ ফ্লাইটে ২৬৫ জন ইতালি প্রবাসী বাংলাদেশিকে নিয়ে বিমান এয়ারলাইন্সের একটি চার্টার্ড বিমান ইতালির উদ্দেশ্যে ঢাকা থেকে ছাড়বে।
ইতালির করোনা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে সর্বক্ষেত্রেই ব্যপক হারে। ইতালির প্রধানমন্ত্রী জনগণকে পূবের মতো কাজে ব্যস্ত করার জন্য নানা রকম পরিকল্পনার নিয়ে এগিয়ে যাচ্ছেন।
ইতালিতে একটি অ্যাপস চালু হয়েছে চারটি প্রদেশজুড়ে। অ্যাপসটি প্রায় ২২ লাখ মানুষ ডাউনলোড করেছেন। প্রতিবেশীর কারো করোনা থাকলে তা জানা যাবে এপসটির মাধ্যমে।
ইতালিতে প্রবাসীদের মধ্যে মিশ্র ভাব দেখা যাচ্ছে। এমনকি যারা কর্মক্ষেত্রে ফিরেছেন তাদের মধ্যে স্বস্তির ভাব দেখা যাচ্ছে। কিন্তু তারা হতাশায় ভুগছে যারা পর্যটনকেন্দ্রে রয়েছে।

Latest articles

Related articles