ফিলিস্তিনে হামলা : ইসরায়েলি জাহাজ প্রবেশ নিষিদ্ধ মালয়েশিয়ায়

গাজায় ইসরাইলি হামলার জেরে মালয়েশিয়াতে ইজরাইলি জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

বুধবার (২০ ডিসেম্বর) আনুষ্ঠানিক এক বিবৃতিতে তিনি এই ঘোষণা দেন। গাজায় ফিলিস্তিদিনের বিরুদ্ধে ইসরাইলের নৃশংস হামলার প্রতিবাদেই এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন তিনি।

নিষেধাজ্ঞাটি কার্যকর হলে ইসরায়েলি আন্তর্জাতিক কার্গো শিপিং কোম্পানি  জিআইএম ইন্টিগ্রেটেড শিপিং সার্ভিসে ব্যাপক প্রভাব বলবে। এই কোম্পানির আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাপক অংশীদারিত্ব রয়েছে।

ইসরাইল ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে “গণহত্যা ও বর্বরতা” করছেে উল্লেখ করে জানানো হয় এসব নিষেধাজ্ঞা অবিলম্বেই কার্যকর হবে।

বিবৃতিতে বলা হয়, মালয়েশিয়ার বন্দরে ইসরায়েল-পতাকাবাহী জাহাজ ভেড়ানোর অনুমতি বাতিল করা হয়েছে। 

এদিকে লোহিত সাগরে ইসরাইলি জাহাজে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথিরা। হামলা প্রতিরোধে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন সামুদ্রিক সুরক্ষা জোটের ঘোষণা দিলেও হুথির সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেন, “আমেরিকা যদি সমগ্র বিশ্বকে একত্রিত করতে সফল হয়, তবুও আমাদের সামরিক অভিযান বন্ধ হবে না।  এর জন্য আমাদের যতই ত্যাগ স্বীকার করতে হোক না কেন।

Latest articles

Related articles