বিশ্বে করোনায় রেকর্ড সংখ্যক আক্রান্ত ও মৃত্যুর হারঃ সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_2748805148685894

আতিয়া সুলতানা তাইয়্যিবা
এনবিটিভি নিউজ ডেস্কঃ

একদিনে রেকর্ড দুই লাখ ১২ হাজার ৩২৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে গোটা বিশ্বে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত ।
৫ জুলাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা নিশ্চিত করেছে।
গত ২৪ ঘন্টায় আক্রান্তের হিসেবে অর্ধেকই শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে বলে জানায় উক্ত স্বাস্থ্য সংস্থা।
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ। আজ ৫ ই জুলাই সকাল পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ৩৫ হাজার ৭৭০ জন এবং ১ লাখ ৩২ হাজার ৩১৮ জনের মৃত্যু হয়েছে।
পরিসংখ্যান মতে,যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৩২৬ জন এবং ৬৪ হাজার ৩৬৫ জনের মৃত্যু হয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলো রয়েছে তৃতীয় অবস্থানে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আক্রান্ত বিবেচনায় বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে ভারত। আজ সকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭৪ হাজার ৫১৫ জন এবং ১০ হাজার ২৭ জনের মৃত্যু হয়েছে।
কিন্তু করোনার সংক্রমণ কমেছে ইউরোপে। এখন পর্যন্ত মোট করোনায় মৃতের সংখ্যা পাঁচ লাখ ৩৩ হাজার ছয়শো ছাড়িয়েছে গোটা বিশ্বে। ১ কোটি ১৪ লাখের কাছাকাছি আক্রান্তের সংখ্যা। আজ বিকেল ৩টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৩ লাখ ৯৫ হাজার ৪৪২ জন এবং ৫ লাখ ৩৩ হাজার ৭৭৩ জনের মৃত্যু হয়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর