এনবিটিভি নিউজ ডেস্কঃ
জীবিকার টানে কেউবা সামান্য পূজির ভ্যানে করে করছেন সবজি-তরকারী বিক্রি।
আবার কর্মক্ষমতা না থাকায় কেউ কেউ নিজের জীবিকা নির্বাহ করছেন মানুষের কাছে হাত পেতে।
একটু বৃষ্টি নামলেই পুরো ভিজে যেতে হয় তাদের।।
বৃষ্টির দিনে ভিজে যাওয়া থেকে রক্ষা পেতে প্রয়োজন একটি ছাতা।
কিন্ত সেই ছাতা কিনতে গেলে থাকতে হতে পারে না খেয়ে।।
চট্রগ্রাম শহরের ডিসি রোড ও চন্দনপুরা এলাকায় অবস্থান করা প্রায় ২৪জন অসহায় ভ্যানে তরকারী বিক্রেতা ও ভিক্ষুকদেরকে বৃষ্টির দিনে ভিজে যাওয়া থেকে রক্ষা পেতে দেওয়া হয় ছাতা।।
ছাতা বিতরণ করে এব্যাপারে সমাজকর্মী ব্রাদার বাহার বলেন, বৃষ্টির দিনে খেটে খাওয়া মানুষের আয় রোজগারের একটা অংশ হলো ছাতা।
বৃষ্টির মাঝে যারা রাস্তায় দাঁড়াতে না পেরে কারো বাসা বা দোকানের কার্নিশে আশ্রয় নিয়েছেন তাদের মাঝে আজকে ছাতা বিতরণ করলাম। তাদের মুখের জান্নাতি হাসি মনে অনাবিল প্রশান্তি এনে দেয়। আলহামদুলিল্লাহ!
তিনি জানান,আগামীতেও ছাতা বিতরণ সাধ্যমত অব্যাহত রাখা হবে।।