‘ভোলায় পুলিশের সাথে বন্ধুকযুদ্ধ, সন্ত্রাসী নিহত’
পারভেজ হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল বিভাগীয়):
ভোলা সদরের ভেদুরিয়া ফেরিঘাট এলাকায় আজ মঙ্গলবার (৯ জুন) ভোররাতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শফিকুল ইসলাম (৪০) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত শফিকুল পশ্চিম ইলিশা ইউনিয়নের মৃত মান্নাফ বেপারীর ছেলে। তার বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতি ও মাদকসহ ৪ টি মামলা রয়েছে।
ভোলার পুলিশ সুপার মোঃ কায়সার জানান, ভোররাতে ইলিশা ফাঁড়ির একটি টিম টহল দিচ্ছিলেন। খবর পেয়ে তারা ও সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যান এবং দেখেন সেখানে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি চলছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়ে। ফলে উভয় দল ট্রলার নিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে শফিকুলের লাশ উদ্ধার করেন। এছাড়াও সেখান থেকে ১ টি বন্দুক ও ৪ টি রামদা উদ্ধার করা হয়।
শফিকুলের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।