মন্তেস্বর ব্লকে করোনা সচেতনতার প্রচারে নামলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা

এনবি টিভি, জ্যোতির্ময় মন্ডল, পুর্ব বর্ধমান: করোনা নিয়ে সচেতনতা বাড়াতে ছোটো বড় অনেককেই এর আগে উদ্যোগ নিতে দেখা গেছে। দেশ জুড়ে লক ডাউন চলাকালীন অনেকেই করোনা নিয়ে সতর্কতা বার্তা দেন কেউ অনলাইনে আবার কেউ সরাসরি। এবার জনগণকে আরও বেশি করে করোনা সম্পর্কে সচেতন করতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে মন্তেস্বর ব্লকে পঞ্চাশ জন গোষ্ঠীর নেত্রীকে বাছাই করে তাদের প্রশিক্ষন দেওয়া হয়।

ব্লক প্রশাসনের নির্দেশে এই প্রশিক্ষন চলে। এই প্রশিক্ষন নেত্রীরা গ্রামে গ্রামে গিয়ে মানুষদের সচেতন করবেন এবং গ্রামে গ্রামে গিয়ে করোনা সচেতনা প্রচার চালাবেন ।সামাজিক গুরুত্ব কি এবং কেন, কি ভাবে হাত ধুতে হবে,কি ভাবে কেন মাক্স ব্যবহার জরুরী, বারবার হাত ধোয়ার কারণ কি, খাদ্য তালিকা কি কি সংযোজন করা উচিত, ও লক ডাউন এর পরবর্তী সময়ে মানুষকে কি ধরনে জীবন যাপনে অভ্যস্ত হতে হবে ,প্রভৃতি বিষয়ে সচেতন প্রচার চালাবেন এই প্রশিক্ষন মহিলারা।তার পাশাপাশি সবরকম সাবধানতাও বজায় রাখা হবে। এই প্রশিক্ষনের প্রশিক্ষক হৈমন্তী দত্ত এদিন যারা প্রশিক্ষিত হলেন তাদের নিয়ে অনেক কথা বলেন।

Latest articles

Related articles