Monday, February 3, 2025
29 C
Kolkata

মন্দিরে ভিআইপি দর্শন ও তার জন্য বাড়তি ফি নিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন, কী বলল আদালত

নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি: মন্দিরে “ভিআইপি দর্শন” বাবদ বাড়তি ফি নেওয়া এবং বিশেষ শ্রেণির মানুষকে অগ্রাধিকার দেওয়ার বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলা (PIL) খারিজ করল সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি সঞ্জীব খন্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়ে দেয়, এটি আদালতের হস্তক্ষেপের বিষয় নয়, বরং সমাজ ও মন্দির পরিচালনাকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয়।

বিচারপতিরা বলেন, “আমরা মনে করি, বিশেষ শ্রেণিকে অগ্রাধিকার দেওয়া উচিত নয়। তবে, আদালত এ নিয়ে কোনো নির্দেশ দিতে পারে না। সংবিধানের ৩২ অনুচ্ছেদের আওতায় এ মামলা গ্রহণযোগ্য নয়। তবে আমরা স্পষ্ট করছি যে, এই মামলা খারিজ হওয়ার পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে।”

এই মামলাটি করেছিলেন বিজয় কিশোর গোস্বামী, যিনি বৃন্দাবনের শ্রী রাধা মদন মোহন মন্দিরের ‘সেবায়িত’। মামলায় বলা হয়, মন্দিরে বাড়তি ফি নিয়ে “ভিআইপি দর্শন” প্রথা সংবিধানের ১৪ ও ২১ অনুচ্ছেদের বিরোধী, যা নাগরিকদের সমানাধিকারের অধিকার ক্ষুণ্ণ করে।

আবেদনে আরও বলা হয়, ₹৪০০ থেকে ₹৫০০ ফি নিয়ে বিশেষ দর্শনের সুবিধা কেবল অর্থশালী ভক্তদের জন্য তৈরি করা হয়েছে, যা দরিদ্র, বিশেষভাবে সক্ষম ব্যক্তি, বৃদ্ধ এবং সুবিধাবঞ্চিত নারীদের প্রতি বৈষম্যমূলক।

আবেদনকারীর আইনজীবী আকাশ বসিষ্ঠা আদালতে যুক্তি দেন, দেশে ১২টি জ্যোতির্লিঙ্গ মন্দির রয়েছে এবং এসব মন্দিরে ভিআইপি দর্শনের জন্য নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) থাকা উচিত। তবে, সরকার এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়নি।

পিটিশনে বলা হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ নিয়ে একাধিকবার আবেদন জানানো হলেও শুধুমাত্র অন্ধ্রপ্রদেশে এ বিষয়ে নির্দেশ জারি করা হয়েছে। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশসহ অন্যান্য রাজ্যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

আবেদনকারীর পক্ষ থেকে দাবি করা হয়, মন্দিরে সমান সুযোগ নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের উচিত একটি জাতীয় বোর্ড গঠন করা, যা মন্দিরগুলোর ব্যবস্থাপনা ও পরিচালনা দেখভাল করবে। এছাড়া, মন্দিরে প্রবেশ ও দর্শনের ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ দেওয়ার জন্য নির্দিষ্ট নিয়ম প্রণয়নেরও দাবি জানানো হয়।

তবে, সুপ্রিম কোর্ট এই বিষয়ে কোনো নির্দেশ দিতে অস্বীকৃতি জানালেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে বলে জানিয়ে দিয়েছে।

Hot this week

কুম্ভ মেলায় ধমার্চনেও পুঁজিবাদের কালো ছায়া, ধনী গরিবের ভেদাভেদ স্পষ্ট

উত্তর প্রদেশের “ভিআইপি সঙ্গম” এখন ধর্মীয় আচার-অনুষ্ঠানের ঐতিহ্যকে এক...

সেক্টর ৬ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির অপদার্থতা কেড়ে নিল তিনটি মানুষের প্রাণ

কলকাতার লেদার কমপ্লেক্সের ১০ ফুট গভীর এক ম্যানহোলে আজ...

মন্দিরে ভিআইপি দর্শন ও তার জন্য বাড়তি ফি নিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন, কী বলল আদালত

নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি: মন্দিরে "ভিআইপি দর্শন" বাবদ বাড়তি ফি...

যোগেশ চন্দ্র কলেজে পুজো বিতর্ক: রাজনৈতিক দ্বন্দ্ব ও সাম্প্রদায়িক ন্যারেটিভের পেছনের সত্য

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক খবর অনুযায়ী, যোগেশ...

Topics

কুম্ভ মেলায় ধমার্চনেও পুঁজিবাদের কালো ছায়া, ধনী গরিবের ভেদাভেদ স্পষ্ট

উত্তর প্রদেশের “ভিআইপি সঙ্গম” এখন ধর্মীয় আচার-অনুষ্ঠানের ঐতিহ্যকে এক...

মন্দিরে ভিআইপি দর্শন ও তার জন্য বাড়তি ফি নিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন, কী বলল আদালত

নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি: মন্দিরে "ভিআইপি দর্শন" বাবদ বাড়তি ফি...

স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রধান শিক্ষকের নৃত্য, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

মানিকচক: কালিন্দ্রি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত...

উত্তর দিনাজপুরে শিক্ষক সংকটে একাধিক জুনিয়র হাইস্কুল বন্ধ

রায়গঞ্জ, ৩০ জানুয়ারি: উত্তর দিনাজপুর জেলায় শিক্ষক ও শিক্ষাকর্মীর...

Related Articles

Popular Categories