যশোরের করোনা আপডেট:

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_274977880515242

মো সোহাগ
প্রতিনিধি, এনবিটিভি।

গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে ২৭ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এর আগে একদিনে এতো বেশি সংখ্যক নমুনা পজেটিভ হয়নি কখনো।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম বলেন, তাদের ল্যাবে আজ যশোরের ১৪২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৭টি পজেটিভ রেজাল্ট দেয়।

এছাড়া নড়াইলের পরীক্ষা করা একমাত্র নমুনাটি ছিল পজেটিভ। ঝিনাইদহের ৪৫টি নমুনা পরীক্ষা করে একটির ফল পজেটিভ আসে। আর সাতক্ষীরার ছয়টি ও মাগুরার ১৬টি নমুনা পরীক্ষা করা হলে এর সবগুলোই নেগেটিভ ফল দেয়।

সব মিলিয়ে যবিপ্রবি জেনোম সেন্টারে মঙ্গলবার মোট ২১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩০টি নমুনা ছিল পজেটিভ। বাদবাকি ১৮৯টি ছিল নেগেটিভ।
পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান ড. তানভীর।

গত ১৭ এপ্রিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে সন্দেহভাজন করোনা রোগীদের নমুনা পরীক্ষার কাজ শুরু হয়। এই ল্যাবে যশোরসহ আশপাশের জেলার নমুনা পরীক্ষা করা হচ্ছে। আবার যশোরের নমুনাও প্রায়ই খুলনা মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হয়। যবিপ্রবিতে নমুনা পরীক্ষা শুরুর পর থেকে যশোরে কখনো একদিনে এতো বেশি সংখ্যক নমুনা পজেটিভ রেজাল্ট দেয়নি।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, যবিপ্রবি থেকে আসা পজেটিভ নমুনাগুলো কোন এলাকার তা খুঁজে বের করা হচ্ছে। ইতিমধ্যে গোটা যশোর জেলাকে তিনটি ভাগে ভাগ করে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন করে আক্রান্ত করোনা রোগীরা কোন এলাকায় পড়ছেন, তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

গত মঙ্গলবার থেকে যশোরের ১৭টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই জোন লকডাউন করা হয়েছে। ইয়োলো ও গ্রিন জোনের জন্যও রয়েছে বিশেষ কিছু নির্দেশনা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর