যুক্তরাজ্যের বিলবোর্ডে বাংলাদেশী বংশোদ্ভুত নারী ডাঃ ফারজানা হোসেইন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_835307603663817

 

আতিয়া সুলতানা তাইয়্যিবা
এনবিটিভি নিউজ ডেস্কঃ

লন্ডনের পিকাডিল্লি সার্কাসে বিলবোর্ডে বাংলাদেশী বংশোদ্ভূত এক নারীর ফটো স্থান পেয়েছে। বিলবোর্ডটি তে ফারজানা হোসেইন নামের এক নারীর ফটো। তিনি একজন বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ চিকিৎসক। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) ঘোষণা দিয়েছে, ফারজানা হোসেইন এই বছর যুক্তরাজ্যে বর্ষসেরা চিকিৎসক হিসেবে নির্বাচিত হয়েছেন।
ছবিটি প্রকাশ করেছে ব্রিটেনের সাটারস্টক.কম। তাতে দেখা যাচ্ছে, বিলবোর্ডটির সামনেই দাঁড়িয়ে রয়েছেন ডা: ফারজানা হোসেইন।
বিদেশের মাটিতে বাংলাদেশ কে মর্যাদার আসনে আসীন করেছেন ডাঃ ফারজানা হোসেইন।

ফটোঃ সংগৃহীত

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর