নাজমুল সর্দার,রানাঘাট,এনবিটিভি:
রানাঘাটের প্রাক্তন পুরপ্রধান ও শিক্ষক সুকুমার করের প্রয়ান হলো বৃহস্পতিবার বিকেলে ।তিনি বেশ কিছু দিন অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৩। তিনি রানাঘাট লালগোপাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।পাশাপাশি ১৯৯০ সাল থেকে ১৯৯৫ সাল অবধি রানাঘাট পৌরসভার চেয়ারম্যান ছিলেন।
প্রথম থেকেই বামফ্রন্ট দলের সাথে যুক্ত ছিলেন।তার মৃত্যুতে রানাঘাট শহরে শোকের পরিবেশ সৃষ্টি হয়। তার মৃতদেহ সিপিএম কার্যালয় ও পৌরসভায় নিয়ে যাওয়া হয় তাকে শেষ শ্রদ্ধা জানান বামফ্রন্ট এর নেতৃত্ব ,কর্মী সমর্থক ।এর পর পৌরসভায় শ্রদ্ধা জানান পৌর প্রসাশক ও প্রাক্তন কাউন্সিলর বৃন্দরা।