নিজস্ব সংবাদদাতা, এনবিটিভি: করোনা পরিস্থিতিকে সামাল দিতে লকডাউন। এরই মাঝে বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফান। এর পরবর্তী সময়ে গরীব অসহায় পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে জমিয়েত উলেমাহীন দের সাহায্য ।
দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার সন্তোষপুরে ১৬ বিঘা বস্তিতে ৪০০ অসহায় পরিবারকে দেওয়া হল সাহায্য । সাহায্য হিসাবে তুলে দেওয়া হয়েছে আলু,চাল,ডাল,চিনি,তেল, সোয়াবিন ও ত্রিপল । সাহায্যদানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার সম্পাদক হাফেজ মাও ,সওকাত আলি সাহেব, কলকাতার সভাপতি মাওঃ আক্তার সাহেব, দক্ষিণ ২৪ পরগনার সম্পাদক মুফতি কমর আলম, মাও আনোয়ার হোসেন, মাও আব্দুল রহমান, মাও আকবর কাশেমী , মাও ফজলুল্লাহ কাশেমী ও দক্ষিণ ২৪ পরগনা সহ সম্পাদক মাও হোসেন গাজী সহ প্রমুখ ব্যক্তিত্ব।