উত্তরপ্রদেশে কাশ্মীরি ফল বিক্রেতাদের উপর পৌরসভার কর্মচারীদের নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশের সাহায্য চাইলে পুলিশ একজনকে তাকে থাপ্পর মেরে পুলিশের ভ্যানে তোলে।
ঘটনাটি ঘটেছে লখনৌয শহরে গোমতী নগর থানা এলাকায়।
ওই কাশ্মীরিকে মারধরের পুরো ঘটনার ভিডিও করেন ফ্রিল্যান্স সাংবাদিক সুমিত কুমার। তিনি বলেন, কাশ্মীরি ব্যক্তিটি পুলিশের সাহায্য চাইলে তারা তাকে সহযোগিতা না করে থাপ্পড় মারে এবং তার জিনিসপত্র রাস্তায় ছিটিয়ে দেয়।
এ ব্যাপারে জম্মু-কাশ্মীর ছাত্র সংগঠনের জাতীয় সমন্বয়কারী নাসির খুয়েহামি বলেন, এ ধরনের ঘটনা প্রথম নয়। এই মাসেই কাশ্মীরিদের উপর দ্বিতীয়বার হামলা হলো। এ নিয়ে এ বছরে মোট চারবার হামলা হয়েয়েছে। এভাবে হামলা করার মাধ্যমে কাশ্মীরিদের ব্যবসা করার অধিকার থেকে বঞ্চিত করা হবে।
তিনি বলেন, ঘন ঘন এ ধরনের হামলার কারণে কাশ্মীরি ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা জীবিকা উপাজর্নের লড়াইয়ে নেমে হামলার শিকার হচ্ছেন।
এদিকে ঘটনাটি সম্পর্কে লখনৌ পুলিশ এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানায়, , অবৈধ দখল অভিযান’ চলাকালীন রুটিন ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে সেতুটি গুরুত্বপূর্ণ রাস্তা হিসেবে ভিআইপি চলাচলের জন্য ব্যবহৃত হয়।