লাদাখ সীমান্তে চিনের সঙ্গে সেনা সংঘর্ষে নিহত ২০ বীর সেনা জওয়ান

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200617-WA0012

এনবিটিভি ডেস্ক: সোমবার রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যাকায় হওয়া চিন-ভারত সেনা সংঘর্ষে কমপক্ষে ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ভারতীয় সেনা সূত্রে এমনটাই জানা গিয়েছে। পাশাপাশি ওই সূত্র আরও জানিয়েছে, চিনের তরফেও হতাহতের সংখ্যা অনেক। তবে সেক্ষেত্রে হতাহতের প্রকৃত সংখ্যা জানা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্তা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পাড়ে। মূলত অত্যধিক ঠান্ডাতেই গুরুতর আহত অবস্থায় মৃত্যু হয়েছে ১৭ জনের। উল্লেখ্য, এর আগে ১৯৭৫ সালের অক্টোবর মাসে অরুনাচল প্রদেশে চারজন সেনাকে গুলি করে হত্যা করেছিল এক চিনা সেনার এক টহলরত দল।

মঙ্গলবার সকালে জানা গিয়েছিল, গালওয়ান উপত্যাকায় সেনা সংঘর্ষে এক কর্নেল পদমর্যাদার অফিসার সহ তিনজন ভারতীয় সেনার মৃত্যু হয়েছিল। কিন্তু রাতের দিকেই আসে মারাত্মক খবরটি। সংবাদসংস্থা এএনআই সরকারি সূত্র উদ্ধৃত করে জানায়, ২০ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে লাদাখে। চিনের সঙ্গে সংঘর্ষ গুরুতর আহত হয়েছিলেন বেশ কয়েকজন ভারতীয় সেনা। মারাত্মক জখম অবস্থায় প্রবল ঠান্ডার সঙ্গে লড়াই করতে পারেনি আহতদের অনেকেই। মৃত্যুর কোলে ঢলে পড়েন দেশের আরও ১৭ জন বীর সন্তান। এরমধ্যে পশ্চিমবঙ্গের একজন রয়েছেন বলেই জানা গিয়েছে। তাঁর বাড়ি বীরভূমের মহম্মদবাজার থানা এলাকায়, নাম রাজেশ ওরাং। গতকাল রাতেই প্রধানমন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সহ তিন সেনাপ্রধানের সঙ্গে জরুরী বৈঠক করেন। বৈঠকের পরেই প্রতিরক্ষামন্ত্রী সমস্ত পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানান।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর