শিশুদের খেলার মাঠ দখলমুক্ত করতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চিঠি দিবেন নারী ক্রিকেটার বিথি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20220603-WA0039


মোঃ ছিদ্দিক, বরিশালঃ সারাদেশে খেলার মাঠ দখলমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কে নির্দেশনা দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে চিঠি দিবেন নারী ক্রিকেটার “আরিফা জাহান বিথি “। আজ প্রথম আন্তর্জাতিক শিশু ভিত্তিক গণমাধ্যম ‘ চাইল্ড মেসেজ বাংলা বিভাগের আয়োজন ” শুনো আমাদের কথা ‘ অতিথি হিসেবে অংশ নিয়ে এই ব্যাপারে জানান জনপ্রিয় এই নারী ক্রিকেটার।

জানা গেছে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এইবারও অংশ নিয়েছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। তাদের মুখরিত প্রশ্নের প্রতিটি উত্তর দেন আমন্ত্রিত অতিথি। উপস্থাপনায় ছিলেন বাংলাদেশের জনপ্রিয় শিশু অভিনয় শিল্পী ‘ মেধা ‘।

চাইল্ড মেসেজ নির্বাহী পরিচালক আরিফ এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেন, ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অন দ্য রাইটস অফ চাইল্ড থার্টিন বাস্তবায়নে সবার সহায়তা কামনা করছি।

চাইল্ড মেসেজ পাবলিক রিলেশন অফিসার লিউ রিন্ডা জানান, শিশুদের কথা বলার বিশ্বের এই বড় প্লাটফর্ম আরও বেশকিছু চমক আসছে। দক্ষিন এশীয় শিশুদের একইসঙ্গে বিভিন্ন সমস্যা নিয়েও ইভেন্ট করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর