সজনেখালিতে মাছ ধরতে গিয়ে বাঘের পেটে

সাইফুদ্দিন মোল্লা,এনভিটিভি, দক্ষিণ ২৪ পরগণা : শুক্রবার সকালে তিনজন সঙ্গীকে নিয়ে সুন্দরবনের জঙ্গলে মাছ ধরতে গিয়েছিলেন যামিনী মিস্ত্রি । বয়স প্রায় ৫০ বছর । সঙ্গী ছিলেন তার বড় ছেলে,অন্য সঙ্গী অজিত মন্ডল ও অসিত মাঝি । সকলের বাড়ি সুন্দরবন কোস্টাল থানার সাতজেলিয়া দ্বীপের লাহিড়িপুর গ্রামে । আনুমানিক তিনটের সময় নদী থেকে জল তোলার সময় হঠাৎই একটি বাঘ যামিনী বাবুর উপর আক্রমণ করে । সঙ্গীরা বাধা দেওয়ার চেষ্টা করেও সফল হননি । বাঘ যামিনী বাবুকে মুখে নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে যায় । ঘটনাটি ঘটেছে সজনেখালি রেঞ্জের দত্ত বি ট অফিসের উল্টোদিকের গাড়াল নদীর পশ্চিম পাড়ে, জোড়া খালের জঙ্গলের মধ্যে । পরে সঙ্গীরা নিখোঁজ মৎস্যজীবীর খোঁজ করার চেষ্টা করলেও তার কোন খোঁজ পাওয়া যায়নি।

Latest articles

Related articles