বিধায়ককে ডেপুটেশন পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রাথী মঞ্চের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200616-WA0015

জ্যোতির্ময় মন্ডল,এনবিটিভি,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার মন্তেস্বর কুসুমগ্রামের বিধায়ক সৈকত পাঁজা কে ডেপুটেশন দিলেন পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রাথীর মঞ্চের পক্ষ থেকে। বিধায়কের কার্যালয় অফিসে বেশ কয়েক জন আপার প্রাইমারির সদস্যরা উপস্থিত হয়ে মন্তেস্বরের বিধায়ক সৈকত পাঁজাকে ডেপুটেশন দেন।

চাকরি প্রাথী মঞ্চের দাবি , ২০১৪ সালে ফর্ম ফিলাপ হলেও এখনো নিয়োগ করা হয়নি,তাদের দাবি যে সমস্ত আপার প্রাইমারি চাকুরি প্রাথীরা পরীক্ষায় পাস করে মেরিস্ট লিস্টে নাম আছে তাদের অবিলম্বে নিয়োগ করতে হবে । নাহলে বৃহৎত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে জানান আপার প্রাইমারি চাকরি প্রাথী মঞ্চ।

বিধায়ক সৈকত পাঁজা চাকরি প্রাথী মঞ্চের আসা সদস্যদের বলেন দাবিসমূহ যথাযথ স্থানে জানিয়ে যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। প্রয়োজনে মাননীয় রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও মাননীয়া মুখ্যমন্ত্রী কেও দাবিসমূহ জানিয়ে যথাসম্ভব ব্যবস্থা গ্রহণ করবেন।মাননীয় বিধায়ক সৈকত পাঁজা বলেন , করোনা ভাইরাসের লকডাইনের জেরেই আপাতত স্থগিত হয়েছে চাকুরিপ্রক্রিয়া।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর