সমালোচনার ঝড়! মৃত্যু মিছিলের মধ্যে ভোট প্রচার ট্রাম্পের

এনবিটিভি ডেস্ক: আমেরিকায় করোনায় আক্রান্ত প্রায় ২০ লাখ বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১,০৮২ জন। প্রতিদিনই গড়ে সংক্রমিত হচ্ছেন ২০ হাজার। বিশেষজ্ঞরা বলছেন, সেপ্টেম্বরের মধ্যে আরও ১ লাখ মার্কিন নাগরিক মারা যেতে পারেন। প্রতিদিন মৃত্যু হতে পারে ৮০০ থেকে ১০০০ জনের। তারই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, তিনি তাঁর নির্বাচনী প্রচার শুরু করছেন। প্রথম সভা হবে ওকলাহোমার তুলসায়। নমুনা জনমত সমীক্ষায় তাঁর জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পেয়েই দ্রুত ময়দানে নামতে চলেছেন তিনি।

লকডাউন আমেরিকার বহু রাজ্যেই কার্যত উঠে গিয়েছে। খোদ ট্রাম্প দাবি করেছেন, করোনাভাইরাস এখন পোড়া ছাই। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স রীতিমতো নির্বাচনী জনসভা করছেন, যেখানে কেউই মাস্ক পরে নেই। ট্রাম্প নিজেও মুখে মাস্ক পরেননি। লকডাউনে দমবন্ধ বহু মানুষও বেরিয়ে আসতে পেরে খুশি। কিন্তু তথ্য বলছে অন্য কথা। তাই সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউচিকে আর ট্রাম্পের মঞ্চে দেখা যাচ্ছে না। ফাউচি আমেরিকায় করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগজনক পূর্বাভাস দিয়েছিলেন। ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে চলেছে। সারা দেশে এখন আক্রান্তের সংখ্যা কমলেও নিউইয়র্ক ও নিউ জার্সিতে ক্রমেই তা বাড়ছে।

Latest articles

Related articles