সামাজিক দুরত্ব না মেনে ত্রাণ বিতরণে জনসভা তৃণমূল যুব কংগ্রেসের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200623-WA0004

লকডাউন ও করোনা পরিস্থিতিতে তৃণমূল যুব কংগ্রেস পক্ষ থেকে ভাঙ্গড় ওয়ান ও টু ব্লকে দুঃস্থদের মাঝে ৭০০ প্যাকেট ত্রাণ বিতরণ করে। তবে এই ত্রাণ সামগ্রী সকলের কাছে পৌঁছাইনি বলে এলাকবাসীর অভিযোগ।

পৃথিবী জুড়ে করোনার দাপট। ভারত করোনা সংক্রমণে চতুর্থ স্থান অধিকার করেছে। সমস্ত তথ্য সবার জানা থাকা সত্ত্বেও কেনো সামাজিক দুরত্ব বজায় বজায় রাখা হয়নী? কেনো স্যানিটাইজার বা মাস্কের ব্যাবহার হয়নি। এমনকি এই মুহূর্তে ভাঙ্গরে 13 জন কোন রোগে আক্রান্ত তার পরেও কোন সর্তকতা নেই তৃণমূল নেতাদের । তা নিয়ে জোর জল্পনা।

এদিন উপস্থিত ছিলেন, দঃ ২৪ পরগণা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সওকাত মোল্লা, ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম, তৃণমূলের ভাঙড় ২ ব্লক সভাপতি ওহিদুল ইসলাম,ভাঙড় ১ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহাজান মোল্লা, ভাঙড় যুব তৃণমূলের ব্লক সভাপতি কাশেফুল করুব খাঁন,বাদল মোল্লা, হাকিমুল ইসলাম ও সাদেক মোল্লা সহ আরো অনেকে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর