হালাল মাংস নিষিদ্ধ করে ঝাটকা মাংস খাওয়ার আহ্বান বিজেপি নেতার

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

Union Minister

হালাল মাংস নিষিদ্ধ করে হিন্দুদের ঝাটকা মাংস গ্রহণ করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।

বেগুসরাইতে এক সভায় কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা গিরিরাজ সিং এই  আহ্বান জানান।

ঝাটকা মাংস খাওয়াকে হিন্দুদের ঐতিহ্য উল্লেখ করে তিনি বলেন, “হিন্দু জবাইয়ের উপায় হল ঝাটকা। যখনই হিন্দুরা ‘বালি’ (পশু বলি) করে, তখনই তারা তা করে। তারা যেন হালাল মাংস খেয়ে নিজেদের কলুষিত না করে। তাদের ঝটকা খেতে হবে।

এ সময় তিনি ঝাটকা মাংষ বিক্রির জন্যে নতুন ব্যবসায়িক মডেলের কথা বলেন। ঝাটকা মাংস বিক্রির জন্যে নতুন আউটলেট খুলার পরামর্শও দেন তিনি। একই সাথে তিনি উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে “হালাল” হিসাবে লেবেলযুক্ত খাদ্য পণ্য বিক্রি নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান।

হিন্দুদের অবসর সময় মন্দির কাটানোর জন্যে আহ্বান করে তিনি বলেন, সনাতন ধর্মের মতো কোনো ধর্মই কখনো ভাল ছিল না।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর