রাফা শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ ফিলিস্তিনি নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাফায় বিমান হামলা চালায় ইসরায়েল।
এর আগের দিন গাজা উপত্যকা এবং মিশর সীমান্তের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল। এরপরেই রাফায় হামলা চালানো হয়। বর্তমানে গাজার পুরো স্থল সীমান্ত নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলের সামরিক বাহিনীর (আইডিএফ) এক মুখপাত্র বলেন, গাজায় হামাসের নতুন ২০টি টানেলের সন্ধান পাওয়া গেছে। হামাস এগুলো অস্ত্র চোরাচালানের কাজে ব্যবহার করতো।