সোমালিয়ার জলদস্যু দ্বারা অপহরণের শিকার ১৯ পাকিস্তানি নাগরিককে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী।
সোমবার (২৯ জানুয়ারি) সোমালিয়ার পূর্ব উপকূলে জলদস্যুরা ওই মাছ ধরার জাহাজ অপহরণ করার পরই ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্র উদ্ধার অভিযান চালায়।
ভারতীয় নৌবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ঘটনাটি নিশ্চিত করেছে।
সোমবার ইরানের পতাকাবাহী জাহাজ এফভি আল নাঈমিতে আক্রমণ করে ১১ জন সশস্ত্র জলদস্যু। তারা ১৯ জন ক্রু সদস্যকে জিম্মি করে। তাদের সবাই পাকিস্তানি নাগরিক।
অপহরণের খবর পেয়ে জাহাজটিকে আটক করে ভারতীয় নৌবাহিনী। জলদস্যুদের আটক করে তারা।
নৌবাহিনী তাদের বিবৃতিতে আরো জানিয়েছে, ‘এর ঠিক একদিন আগে ইরানের পতাকাবাহী আরেকটি মাছ ধরার জাহাজ অপহরণ করে সোমালিয়ার দস্যুরা। সেখানে ১৭ জন ইরানীয় নাগরিক ছিলেন। দুই দিনে সব মিলিয়ে মোট ৩৬ জন নাবিককে উদ্ধার করেছে যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রা। সোমালিয়া ও এডেন উপসাগরে জলদস্যুদের দমনে মোতায়েন থাকে এই যুদ্ধজাহাজটি।