তীর্থ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ২২ পুণ্যার্থী নিহত

উত্তরপ্রদেশে তীর্থ করতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২২ জন পুণ্যার্থী। নিহত সাত জনের মধ্যে সাত জনই শিশু।

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কাসগঞ্জ এলাকায়।

জানা যায়,  ট্রাক্টরে চেপে কাদারগঞ্জের উদ্দেশে তীর্থ করতে বেরিয়েছিলেন পুণ্যার্থীরা। ট্রাক্টরটি কাসগঞ্জ এলাকায় পৌঁছাল নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী পুকুরে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ওই ট্রাক্টরে মোট ৩০ জন পুণ্যার্থী ছিলেন। আহতদের মধ্যে পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারের জন্য দু’লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর।

Latest articles

Related articles