ফিলিস্তিন ইস্যুতে আবারো ইসরায়েলের কড়া সমালোচনা লুলার

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

Screenshot_3

ইসরায়েলি সরকার গাজায় যা করছে তা যুদ্ধ নয়, গণহত্যা বলেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা।

সিামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গাজায় নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে।

এর আগে গাজায় ইসরায়েলের হামলাকে হলোকাস্টের সঙ্গে তুলনা করেন লুলা।

লুলার এই বক্তব্যে সমালোচনায় ফেটে পড়ে ইসরায়েল সরকার। তার এই মন্তব্য প্রত্যাহার ও ক্ষমা না চাওয়া পর্যন্ত ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রী ব্রাজিলের প্রেসিডেন্টকে ইসরায়েলে অবাঞ্ছিত ঘোষণা করলেও লুলা তার আগের অবস্থানেই আছেন।

ইসরায়েলে সমালোচনা প্রসঙ্গে লুলা বলেন, ‘আমার মর্যাদা আমি মিথ্যার বিনিময়ে দেব না। আমি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে। এই ফিলিস্তিনি রাষ্ট্র ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে মিলেমিশে থাকুক।’

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর