স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দেওয়া ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও কর্মচারীর চাকরিকে অবৈধ ঘোষণা আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েও স্বস্তি পেল না পশ্চিমবঙ্গ সরকার।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কোনো স্থগিতাদেশ দেননি সুপ্রিম কোর্ট। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী সোমবার।
এর আগে গত সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রর ডিভিশন বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়।
স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দেওয়া শিক্ষকদের লাখ লাখ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শিক্ষা দপ্তরের কর্মকর্তা ও তৃণমূলের নেতাদের বিরুদ্ধে। যাঁরা মেধাতালিকায় উত্তীর্ণ হন, তাঁদের বঞ্চিত করে ঘুষ নিয়ে চাকরি দেওয়া হয়েছে এই অভিযোগে মামলা হয় কলকাতা হাইকোর্টে।
সে সময় রাজ্য সরকার সুপ্রিম কোর্টের শরণাপন্ন হলে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের আবেদন খারিজ করে ডিভিশন বেঞ্চ গঠন করেন। সব নিয়োগ মামলাকে একত্র করে বিচার করার নির্দেশ দেওয়া হয়।
এরপরই আলোচিত রায়টি ঘোষণা করে কলকাতা হাইকোর্ট।