শেষ দফার ভোটে হিটস্ট্রোকে ৩৩ নির্বাচনকর্মীর মৃত্যু

লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটে কমপক্ষে ৩৩ জন নির্বাচন কর্মী নিহত হয়েছেন ্বলে জানিয়েছে নির্বাচন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা

উত্তর প্রদেশের প্রধান নির্বাচন কর্মকর্তা নভদীপ রিনওয়া জানিয়েছেন, উচ্চ তাপমাত্রার কারণে অন্তত ৩৩ জন নির্বাচনকর্মী মারা গেছেন।শনিবার ওই রাজ্যে চূড়ান্ত পর্যায়ের ভোট শেষ হয়েছে।

নিহতদের পরিবারকে ১৫ লাখ রুপি সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন নভদীপ রিনওয়া।

এদকে ভোট দেওয়ার সময় তীব্র গরমে বালিয়া শহরে এক ব্যক্তি জ্ঞান হারিয়ে ফেলেন।  তাকে একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

এ সময় দেশজুড়ে তাপমাত্রা বেশি থাকলেও চলতি বছর আগের সব রেকর্ড অতিক্রম করেছে। এশিয়ার বেশিরভাগ দেশেই এখন তাপমাত্রা আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি।  জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ দীর্ঘ, আরও ঘন ঘন এবং তীব্রতর হয়ে উঠছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Latest articles

Related articles